বিদ্যুৎ বিল মেটাতে কিডনি বেচবেন অভিনেতা আরশাদ ওয়ারসি!
করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে বন্ধ ছিল কাজ। তাই ভারতের সাধারণ জনগণকে সুরক্ষা দিতে তিন মাস বিদ্যুতের বিল স্থগিত রাখতে সংস্থাগুলোকে অনুরোধ করেছিল মহারাষ্ট্র সরকার। সেই অনুরোধ প্রাধান্য দিয়ে মার্চ-মে মাস বিল পাঠায়নি কোনও বিদ্যুৎ বন্টনকারী সংস্থা।
তবে জুন মাস থেকে ফের বিল আসা শুরু হয়েছে। আর সেই বিলের অঙ্ক দেখে মাথায় হাত সাধারণ জনগণ থেকে বলিউড তারকাদের। ইতিমধ্যে মুম্বই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে কাঠগড়ায় তুলে টুইট করা শুরু করেছেন তাপসী পান্নু থেকে সোহা আলি খান।
সেই তালিকা নাম আছে হুমা কুরেশি থেকে রাজ কুন্দ্রার। সেই তালিকায় এবার নাম ঢুকলো আরশাদ ওয়ারসির। তবে সরাসরি প্রতিবাদের পথে না হেঁটে রসিকতার সুরে আদানি পাওয়ারকে কটাক্ষ করেছেন বলিউডের সার্কিট। রবিবার আরশাদ ওয়ারসির বম্বে টাইমসে একটা সাক্ষাৎকারে বেরিয়েছে।
সেই সাক্ষাৎকার প্রসঙ্গে টুইট করতে গিয়ে অভিনেতা লেখেন, ‘ধন্যবাদ রচনা এবং বম্বে টাইমস। আপনারা অনুগ্রহ করে আমার পেইন্টিং কিনুন। আদানি পাওয়ারকে বিদ্যুতের বিল মেটাতে হবে। পরের মাসের জন্য একটা কিডনি বরাদ্দ রাখলাম।’ জানা গিয়েছে, প্রায় এক লাখ টাকার ওপর এসেছে আরশাদ ওয়ারসির বিদ্যুতের বিল।
এদিকে এই টুইট ভাইরাল হতেই মজা লুটেছেন নেটিজেনরা। তাঁর রসিকতার তারিফও করেছেন অনেকে। একজন আরও এগিয়ে লিখেছেন, ‘কিন্তু বিষয়টা হল আপনার পেইন্টিং কিনতে গেলে আমাকে যে কিডনি বেঁচতে হবে।’
Thank you Rachana & @bombaytimes for the article. People please buy my paintings, I need to pay my Adani electric bill, kidneys am keeping for the next bill