২৬ মে ২০২০, ১১:৩২

ভাইরাল স্ট্যাটাসের জট খুললেন নোবেল নিজেই (ভিডিও)

গায়ক মাঈনুল আহসান নোবেল

গানের জগতের কিংবদন্তি শিল্পীদের নিয়ে ফেসবুকে মন্তব্য করার জট নিজেই খুললেন গায়ক মাঈনুল আহসান নোবেল। এ ছাড়া সমালোচনার মুখে র‌্যাব কার্যালয় থেকে ফিরে ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দিলেন তিনি। এরা আগে সোমবার সন্ধ্যায় নোবেলকে আগারগাঁও অবস্থিত র‍্যাব–২-এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান ডেকে নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাভাবিক স্ট্যাটাস দেয়ার বিষয়ে এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে নোবেল নিজেই বলেছেন, ‘“তামাশা” নামে আমার একটি মৌলিক গান আগামী মাসে আমার ইউটিউব চ্যানেল “নোবেলম্যান” থেকে প্রকাশিত হবে। গানটির প্রকাশের আগে আগে এক ধরনের তামাশা করেই মার্কেটিং কৌশল নিয়েছি। এর বাইরে কিছুই নয়।’ তিনি জানান, ৭ জুনের মধ্যে আসবে। একই সঙ্গে হিন্দি ও ইংরেজিতেও প্রকাশিত হবে গানটি। লেখা, সুর ও সংগীত জিহানের। ভিডিওর কাজ চলছে। মোট পাঁচটি গান করেছি। সেখান থেকে ‘তামাশা’ গানটি প্রকাশিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় চলাকালে র‍্যাব নোবেলকে ডেকে নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ‘র‍্যাব কার্যালয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে ঘণ্টাখানেক কথা হয়। তিনি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। তিনি আমার দেওয়া কয়েক দিনের স্ট্যাটাসের বিষয়টি বুঝিয়েছেন। এরপর আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ভিডিও বার্তা দিয়েছি।’

নোবেলের গানের প্রচারের কৌশল ভুল ছিল উল্লেখ করে র‍্যাব–২–এর অতিরিক্ত পুলিশ সুপার মনির জামান জানান, ‘নোবেল গানের মানুষদের অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের স্ট্যাটাস দিতে পারেন না। তাহসিনেশনের সঙ্গে বাদাবাদি করে যে ধরনের স্ট্যাটাস তাঁরা ব্যবহার করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো গ্রহণযোগ্য নয়।’

ক্ষমা চেয়ে দেয়া নোবেলের- ‘দুঃখিত আমি’ ভিডিওটি