রিকশাচালক দিনমজুর ভাসমানদের খাবার দিল জয় বাংলা স্কোয়াড (ভিডিও)

  © টিডিসি ফটো

করোনা মহামারীতে অবরুদ্ধ ঢাকায় ‘মানুষের সেবায় সর্বদা প্রস্তুত’ স্লোগানকে সামনে রেখে জরুরি সেবা দিয়ে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’ নামে ফেসবুক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী টিম। যে সময় মানুষ কোন আশার আলো দেখতে পাচ্ছে না, সেই সময় মানবতার বার্তা নিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক কর্মী ভূইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক এর উদ্যোগে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক ‘জয় বাংলা স্কোয়াড’র হয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

তারা অবরুদ্ধ শহরবাসীকে বেশ কয়েকদিন ধরে নানা ধরণের সেবা দিচ্ছে। তারমধ্যে জরুরি পরিবহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পরিবহন, নিরাপত্তা সামগ্রী ও ওষুধ সরবরাহ, তথ্য হাব (এরিয়া ভিত্তিক), ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা (ঘরে যাবে ডাক্তার) রয়েছে।

এরই অংশ হিসেবে জয় বাংলা স্কোয়াডের পক্ষ থেকে শতাধিক রিকশাচালক, দিনমজুর এবং ভাসমান মানুষকে দুপুরের খাবার প্রদান করা হয়েছে।

আজ বুধবার খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, জয় বাংলা স্কোয়াডের প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক, স্কোয়াডের সদস্য নাসির উদ্দিন, কাউসার আহমেদ, রবিন হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ