অসহায়দের পাশে ‘জয় বাংলা স্কোয়াড’, ফোন দিলেই মিলছে সহযোগিতা
করোনা মহামারীতে অবরুদ্ধ ঢাকায় ‘মানুষের সেবায় সর্বদা প্রস্তুত’ স্লোগানকে সামনে রেখে জরুরি সেবা দিয়ে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’ নামে ফেসবুক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী টিম। যে সময় মানুষ কোন আশার আলো দেখতে পাচ্ছে না, সেই সময় মানবতার বার্তা নিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে ‘জয় বাংলা স্কোয়াড’।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক কর্মী ভূইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক এর উদ্যোগে প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক ‘জয় বাংলা স্কোয়াড’র হয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
তারা অবরুদ্ধ শহরবাসীকে বেশ কয়েকদিন ধরে নানা ধরণের সেবা দিচ্ছে। তারমধ্যে জরুরি পরিবহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী পরিবহন, নিরাপত্তা সামগ্রী ও ওষুধ সরবরাহ, তথ্য হাব (এরিয়া ভিত্তিক), ইমার্জেন্সি স্বাস্থ্যসেবা (ঘরে যাবে ডাক্তার) রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরুদ্ধ ঢাকার মানুষের পাশে দাড়ানো এই সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসাও করছেন অনেকে। তারা ‘জয় বাংলা স্কোয়াড’র এমন সেবামূলক কার্যক্রমের প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে স্ট্যাটাস দেন।
সংগঠনটির কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে ‘জয় বাংলা স্কোয়াড’র মূল পরিকল্পনাকারী এবং প্রধান সমন্বয়ক ভূঁইয়া মোঃ ফয়েজ উল্লাহ মানিক বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের কারণে ভয়াবহ দূর্যোগের সৃষ্টি হয়েছে। আমাদের বাংলাদেশও কোভিড-১৯ এর ভয়াল থাবা থেকে পরিত্রান পায়নি।’
তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে সরকার নানামুখী কর্মতৎপরতার মাধ্যমে সংকট মোকাবিলায় দেশব্যাপি সচেতনতা সৃষ্টি, সংকট উত্তোরণ কিংবা দুর্যোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সকলের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন। যেহেতু কোভিড-১৯ এর কোন প্রতিষেধক এখন পর্যন্ত আবিস্কৃত হয়নি, তাই পর্ববর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে নিজ ঘরে অবস্থানের নির্দেশনা বলবৎ আছে।’
এই উপস্থিত সংকট মোকাবিলায় কয়েকজন মিলে একেবারেই স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসা স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ‘জয় বাংলা স্কোয়াড’ থেকে ‘রাইড ফর ইমার্জেন্সি’ নামে একটি বাইকার্স টিমও গঠন করার কথা জানান মানিক।
তিনি আরো বলেন, ‘জাতির এই খারাপ সময়ে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনাদের জরুরি প্রয়োজনে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা নিজের পরিবার, সমাজ তথা রাষ্ট্রের সুরক্ষায় ঘরে থাকুন, আপনাদের প্রয়োজনে আমরা প্রস্তুত আছি।’
সংগঠনটির অন্যান্য সনমন্বয়কদের মধ্যে রয়েছেন, নাসির, ইসতিয়াক, সেলিম, রনি, রেজোয়ান, রাসেল, কাউসার, আনিস প্রমুখ।
জয় বাংলা স্কোয়াডের হট লাইন নাম্বারগুলো হলো- ০১৬৭৬৯৮৬৬০০, ০১৭১৫১৯৪১৬৪, ০১৯৪৮৯৯৮৯৪২, ০১৯৭০৫৫৮৫৭৪, ০১৮২৩০৩০৯০৮, ০১৫১৫৬৩৭৪৭৫।