পাবনা জেলা স্কুলের ‘১৩ ব্যাচের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
পাবনা জেলা স্কুলের মাধ্যমিক ২০১৩ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে দুইশ’ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি সয়াবিন তেল আর একটি করে সাবান দেয়া হয়।
ওই ব্যাচের শিক্ষার্থী সাইদুজ্জামান সৌরভ বলেন, ‘এটা এমন একটা সময় যখন আশেপাশে অনেক মানুষ অসহায় জীবন-যাপন করছে, আবার তাদেরকে সাহায্য করার জন্যেও অনেক চিন্তা-ভাবনা করতে হচ্ছে। তবে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে ত্রাণ দিয়েছি। সাহায্যের হাত বাড়িয়ে দিলে অতি দ্রুতই আমরা আবার ত্রাণ বিতরণ শুরু করব।’
আরেক ত্রাণকর্মী ইশতিয়াক আহমেদ হিমু বলেন, ‘অন্যের মুখে হাসি ফোটাতে পারার যে আনন্দ, সেটা কখনো প্রকাশ করা যায় না। তবে আমাদের দেখাদেখি যদি আরো দশজন উৎসাহিত হয়ে অসহায়দের পাশে থাকে, তাহলে সেটাই আমাদের বড় প্রাপ্তি।’
এসময় তারা ত্রাণ বিতরণের পাশাপাশি করোনার বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণাও চালান।