জন্মদিনে তাসকিনের আবদার, করোনায় বাড়ি ভাড়া মওকুফ করলেন বাবা
আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) ২৫ বছরে পা দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। আর এই জন্মদিনে বাবা আব্দুর রশিদের কাছে অন্যরকম এক আবদার করে বসলেন তিনি। তবে বাবাও তা ফেলতে পারেননি, মেনে নিয়েছেন।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে মধ্য ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে বাবার কাছে ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করার আবদার করেন তিনি। ছেলের এমন আবদার আর ফেলতে পারেননি বাবা। তাসকিনের হাসি মুখ দেখতে হ্যাঁ বলে দিয়েছেন আবদুর রশিদ।
এরপর সব ভাড়াটিয়াকে তা জানিয়ে দেন তিনি। তাসকিনের বাবা বলেন, ‘তাসকিন বলল, বাবা প্রতি জন্মদিনে আমাকে কিছু না কিছু দাও। এবার ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া নিও না। তারপর সবাইকে জানিয়ে দিলাম, তাদের ভাড়া দিতে হবে না।’
শুধু ভাড়াই মাফ করেননি, দুস্থ ও অসহায় মানুষদের সহায়তাও করেছেন তাসকিনের বাবা। এটা দেখে সমাজের বিত্তবানরা যাতে উৎসাহিত হয়ে সাহায্যে এগিয়ে আসেন সে লক্ষ্যেই এমন উদ্যোগ।
দেশে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়ল। এদের মধ্যে মারা গেছেন ৬ জন।