‘রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে কষ্ট দিয়েছেন’
দেশের ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। দেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। তবে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের কাছে বিতর্কিতও হয়েছেন তিনি। শনিবার এই খেলোয়াড়কে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি লেখেন, জীবনে একটা দুটো ভুল সব অর্জনকে ম্লান করতে পারে না। রাতের ভোটের রাজনীতিক হিসেবে মাশরাফি মানুষকে যতটা কষ্ট দিয়েছেন, ক্রিকেটার হিসেবে আনন্দ দিয়েছেন তার চেয়ে অনেক অনেক বেশি। দেশকে করেছেন গৌরবান্বিত অজস্র বার।
ঢাবি অধ্যাপক বলেন, কেমন করে ভুলি তার সে গর্জন ‘ধরায় দেবানি’! ওয়েষ্ট ইন্ডিজে অধিনায়কত্ব বদলির সময় সাকিবের প্রতি মহত্ব। অজস্র বিজয়ে জীবনপন যুদ্ধ। আর অনেক বছরের সুনিপুন অধিনায়কত্ব।
‘বিদায়কালে অধিনায়ক মাশরাফির জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা।’
একাদশ সংসদ নির্বাচনে মাশরাফির এমপি হওয়া নিয়ে বিতর্ক ও অভিযোগ রয়েছে। মাশরাফি তার আসনের একটি কেন্দ্রে একাই সব ভোট পেয়েছেন বলে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি বেশ আলোচিত হয়েছিল। কেননা বিএনপি, জাতীয় পার্টিসহ সবাই সেই কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। তাই ক্রিকেটকে বিদায় জানানোর সময় ভোটের প্রসঙ্গটি নতুন করে সামনে আসে।