অধিনায়ক মাশরাফির বিদায়ে সাকিবের আবেগঘন স্ট্যাটাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে আজ শেষ ম্যাচ খেলবেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আজ শুক্রবার সিলেটে। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেয়ায় এটিই হতে চলেছে বাংলাদেশের সফলতম অধিনায়কের শেষ ম্যাচ।
অধিনায়ক মাশরাফির বিদায়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি লিখেছেন, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের।
শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই।
বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।’
ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিদ করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে অধিনায়ক মাশরাফির বিদায়টা স্বরণীয় করতে চাইছে সতীর্থরা। শেষ ম্যাচে জয়লাভ করতে পারলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি অধিনায়ক হিসেবে ৫০ ম্যাচে জয়ের রেকর্ড গড়বেন মাশরাফি। যেটি দেশের কোন অধিনায়কের পক্ষেই এখনো সম্ভব হয়নি।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে তার নেতৃত্বে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। এরপর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বেই সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
তার অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলে ৪৯টিতে জয় আর ৩৬টিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। এমন রেকর্ড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো অধিনায়কের নেই।