বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পের উদ্বোধনী ম্যাচে জার্সি পায়নি যবিপ্রবি
- তানভীর আহম্মেদ, গবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৩:০৩ PM , আপডেট: ০৫ মার্চ ২০২০, ০৩:০৩ PM
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২০ এর দ্বিতীয় আসরের উদ্বোধনী ফুটবল ম্যাচে নিজেদের লোগো সমৃদ্ধ জার্সি গায়ে জড়িয়ে খেলতে পারেনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।
বৃহস্পতিবার সকালে গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসরের ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। তবে আয়োজক কমিটির অব্যবস্থাপনায় নির্দিষ্ট সময়ের মধ্যে যবিপ্রবির খেলোয়াড়দের হাতে জার্সি পৌছায়নি। ফলশ্রুতিতে খেলা শুরু করার জন্য যবিপ্রবির খেলোয়াড়দের গণ বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ অ্যাপ্রোন গায়ে জড়িয়েই মাঠে নামতে হয়েছে।
নিজেদের জার্সি গায়ে খেলতে না পেরে যবিপ্রবির ফুটবল দলের অধিনায়ক সৈকত হোসেন বলেন, ‘আমরা এসে দেখি আমাদের জার্সি নাই। অনেকের সাথে যোগাযোগ করেছি তবে জার্সি পায়নি। অবশেষে গবির লোগে সমৃদ্ধ জার্সি গায়ে লাগিয়েই খেলতে হলো। আমরা যদি কোনো প্রীতি ম্যাচ খেলতাম তাহলে কোনো কথা ছিল না। কিন্তু এমন একটি টুর্নামেন্টে এতবড় ভুল মেনে নেওয়া যায় না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের লোগো ছাড়া মাঠে নামবে এটা খুবই কষ্টের। আমরা সবাই খুবই কষ্ট পেয়েছি। তবে এমন ভুল যেন আয়োজক কমিটি আর না করে তাদের প্রতি সেই অনুরোধ থাকলো।’
আয়োজক কমিটির এমন দায়িত্বহীন কর্মকান্ডের দিকে প্রশ্ন তুলে গণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে এই স্পোর্ট চ্যাম্পসের আয়োজন করা হয়েছে। দেশের অনেক বিশ্ববিদ্যালয় এই আয়োজনে অংশগ্রহণ করেছে। কিন্তু আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের জার্সি ছাড়ায় খেলা শেষ করলো, তাও আবার উদ্বোধনী ম্যাচে। এটা মেনে নেওয়া যায় না। আয়োজক কমিটিকে আরো দায়িত্বশীল হতে হতো।’
এদিকে নিজেদের জার্সি ছাড়াই মাঠে নেমে উদ্বোধনী ম্যাচে যবিপ্রবি ( ৪-০) গোলের বড় ব্যবধানে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বিরুদ্ধে জয়লাভ করেছে।