বিজয়ীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

  © ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। এমন অর্জনে তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে ভবিষ্যতে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এক বার্তায় রাষ্ট্রপতিও দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উত্তেজনাকর, উন্মাদনাময় ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ১৭০ রানে ৩ উইকেট হাতে রেখেই ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে ভালো করলেও ২০তম ওভারের পর মারাত্মক চাপে পড়ে যায় বাংলাদেশ।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ভারত।


সর্বশেষ সংবাদ