ভারতকে হারাতে দেশবাসীর দোয়া চেয়েছেন টাইগাররা
শিরোপা ছুঁতে আর মাত্র একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে টানা জয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। রোববার হওয়া সেই ম্যাচে ভারতকে হারাতে পারলেই প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টের শিরোপা জিতবে টাইগারবাহিনী। সেজন্য টাইগারদের পক্ষে দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন অধিনায়ক আকবর আলি।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে সেমিতে নিউজিল্যান্ডের ২১২ রান তাড়া করে ৬ উইকেটে অনায়াসে জেতে আকবর আলির দল। এই সেমিফাইনালের আগেও বাংলাদেশ যুব দলের অধিনায়ক বলেছিলেন বাকি আট-দশ ম্যাচের মতোই খেলতে নামবেন তারা, চাপ সরাতে গায়ে মাখবেন না উত্তাপ।
আকবর আলি জানান, ভারতের বিপক্ষেও বাংলাদেশ দলের থাকছে একই ভাবনা, ‘ফাইনালকেও আমরা অন্য আট-দশটা ম্যাচের মতোই খেলবো। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেবো না। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।’
সেমিফাইনালে অবশ্য তিন বিভাগেই সেরাটা দিতে পেরেছে দল। এছাড়া জয় ও হৃদয় দুর্দান্ত খেলেছেন। প্রশংসা করে আকবর বলেন, ‘ওরা (জয় ও হৃদয়) যেভাবে ব্যাটিং করেছে, সেটা অসাধারণ। ওরা কঠোর পরিশ্রম করেছে। এটা প্রশংসনীয়। আমাদের তিন স্পিনারই দারুণ বল করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা আগে খেলেছি। আমাদের পরিকল্পনা ছিল তাদের কীভাবে বল করবো।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজে পার করা গেলেও ফাইনালে অপেক্ষা করছে কঠিন লড়াই। ভারতের দলটির বিপক্ষেও বাংলাদেশের যুবাদের আছে আক্ষেপের গল্প। ইংল্যান্ডে ত্রিদেশীয় কাপের ফাইনাল ও যুব এশিয়া কাপের ফাইনালে এই দলটির কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে আকবরদের। এবার বিশ্বকাপ ফাইনালেও একই প্রতিপক্ষকে পেয়ে দেশবাসীর সমর্থন চাইলেন বাংলাদেশ অধিনায়ক, ‘বাংলাদেশের মানুষ ক্রিকেটের জন্য পাগল। আমি আশা করছি ফাইনালেও তারা আমাদের অকুণ্ঠ সমর্থন দেবেন।’