বঙ্গবন্ধু ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব
- জহিরুল কামরুল, ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৬:৫৪ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২০, ০৬:৫৪ PM
ফেনী ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে স্কয়ার ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব। আজ বৃহস্পতিবার ফাইনালে স্কয়ার ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোছা. সুমনী আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা গ্রুপের চেয়ারম্যান এ. কে. এম শাহিদ রেজা শিমুল।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, মার্কেন্টাইল ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, সদস্য গোলাম রব্বানী, বাহার উল্লাহ বাহার, মো. হুমায়ুন কবীরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
টসে জিতে স্কয়ার ক্রিকেট ক্লাব শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ২৫.৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৩ রান করে। ৮৪ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ১৬.২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। এর ফলে ৭ উইকেটের জয়ে ২০২০ সালের ১ম বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্লাবটি।
ফাইনালে ম্যান অব দা ম্যাচ হয় জাতীয় দলের অলরাউন্ডার ফেনী ফ্রেন্ডশিপ ক্রিকেট দলের খেলোয়াড় মো. সাইফুদ্দিন ৬ ওভার বল করে ৩০ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। অপর দিকে ব্যাট হাতে ২০ বলে ২৫ রান করে তিনি ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছিল। লীগে জেলার ১০টি ক্রিকেট টিম দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করে।
দলগুলো হলো - (১) ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব (২) কে.এম.সি.সি (৩) ফেনী ক্রিকেট ইন্সটিটিউট (৪) ইলেভেন স্টার (৫) স্কয়ার ক্রিকেট একাডেমী (৬) ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব (৭) মোহামেডান স্পোর্টিং ক্লাব (৮) আবাহনী ক্রীড়া চক্র (৯) ব্রাদার্স ক্লাব ও (১০) রৌশনাবাদ ক্রিকেট ক্লাব।