সুনাগরিক হতে সাহায্য করবে খেলাধুলা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
টানা দ্বিতীয়বারের মতো আসরের শিরোপা জিতে নিল ফিলিস্তিন। ফাইনালে আফ্রিকান প্রতিনিধি বুরুন্ডিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিজয়ীদের হাতে তুলে দেন শিরোপা। এ সময় ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করতে সরকার সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার এই টুর্নামেন্টে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই গ্রুপে বিভক্ত হয়ে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করে।