টেস্ট ক্রিকেটে ছয় লাখ টাকা করে পাবে মুশফিকরা!
জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল। টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি ও ওয়ানডেতেও ফি বাড়ানোর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর পর এই সুখবর পেলেন টাইগাররা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টেস্টের ম্যাচ ফি ছয় লাখ করেছে বিসিবি। মূলত টেস্ট ক্রিকেটে টাইগারদের আগ্রহ বাড়াতে ছয় লাখ টাকা করেছে বিসিবি। ২০১৭ সালে টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি করা হয় সাড়ে তি লাখ টাকা। আর এবার এক লাফে দুই লাখ ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
সবশেষ ২০১৭ সালে আন্তর্জাতিক ম্যাচের ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। এর আগে ২০১৩ সালে বাড়ানো হয়।
ওয়ানডেতে এক লাখ টাকা বাড়িয়ে ম্যাচ ফি করা হয়েছে তিন লাখ টাকা। এছাড়া টি-টোয়েন্টিতে ৭৫ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে দুই লাখ টাকা। ওয়ানডেতে ম্যাচ প্রতি দুই লাখ টাকা ও টি-টোয়েন্টিতে এক লাখ ২৫ হাজার টাকা করে এতদিন পেয়ে আসছিলেন ক্রিকেটাররা।
সামনের সব আন্তর্জাতিক ম্যাচ থেকেই এ ম্যাচ ফি কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।