২১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০

বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি আন্দ্রে ফ্লেচার

ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার  © সংগৃহীত

এবারের আসরের বঙ্গবন্ধু বিপিএলে প্রথম সেঞ্চুরি হাঁকালেন ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। সেঞ্চুরি করতে বল খেলেন মাত্র ৫৩ টি। ১১টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি।

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ব্যাটিং করে শেষ পর্যন্ত ৫৭ বলে ১১ বাউন্ডারি আর ৫ ছক্কায় ফ্লেচার ১০৩ রানে অপরাজিত থাকেন।

চলতি বছরের জানুয়ারি মাসে হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে সেঞ্চুরি হয়েছিল ৬টি; কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৪ ম্যাচ শেষেও দেখা মিলছিল কোনো তিন অঙ্কের ইনিংসের। অবশেষে ক্যারিবীয় আন্দ্রে ফ্লেচারের সৌজন্যে মিটলো সেই আক্ষেপ।

এর আগে অবশ্য মুশফিকুর রহিম হতে পারতেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান। কিন্তু তিনি থেমে গিয়েছিলেন ৯৬ রানে। এছাড়াও সিলেট থান্ডারের ব্যাটসম্যান জনসন চার্লস সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন ৯০ রানে।