১২ ডিসেম্বর ২০১৯, ১২:০৬

মুশফিকুর রহিম থাকছেন আইপিএলের নিলামে

  © ফাইল ফটো

আগামী বছর অনুষ্ঠেয় আইপিএলের নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের ক্রেকিটার মুশফিকুর রহিম। নিলামের ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা গতকাল বুধবার আট ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলে খেলতে  ৯৭১ জন ভারতীয় ও বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। আগেই জানানো হয়েছে, এই তালিকা থেকে পছন্দের ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলো দেবে আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা।

নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় নাম নিবন্ধন করাদের মধ্য থেকে জায়গা পেয়েছেন ৩৩২ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে চূড়ান্ত তালিকায় ২৪ জন নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ক্রিকেটারের একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের পেসার কেশরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার পেসার ড্যান ক্রিস্টিয়ান, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, সারের ব্যাটসম্যান উইল জ্যাকসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইপিএলে খেলতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিবন্ধন করেছিলেন ছয়জন- মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

চূড়ান্ত তালিকায় তাদের কারোর নাম আছে কিনা তা নিশ্চিত নয়। আইপিএল কর্তৃপক্ষ নিলামের জন্য চূড়ান্ত তালিকার সব ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। খবর: দ্য হিন্দু।

গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ডেল স্টেইনসহ বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছে সাতজন। তাদের সবার ভিত্তিমূল্য দুই কোটি রুপি। ভারতীয়দের মধ্যে দেড় কোটি রুপির ক্যাটাগরিতে আছেন রবিন উথাপ্পা।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আইপিএলের নিলাম। সেখান থেকে আট ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে সর্বোচ্চ ৭৩ জনকে। তাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ ২৯ জন। নিলামে আগে থাকবে ব্যাটসম্যানদের নাম। পরে পর্যায়ক্রমে ডাকা হবে অলরাউন্ডার, কিপার-ব্যাটসম্যান, ফাস্ট বোলার ও স্পিনারদের নাম।