৩ উইকেট হারিয়ে মুশফিক-মুমিনুলের লড়াই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯, ১১:৪৪ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০১৯, ১১:৫৪ AM
ইন্দোরে টেস্ট শুরুর প্রথম আধ ঘণ্টার মধ্যেই ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামির সুইংয়ে ব্যতিব্যস্ত রেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। সুইংয়ে পরাজিত হয়ে শুরুতেই ফিরেছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।
যাদবের বলে তৃতীয় স্লিপে ইমরুল কায়েস ক্যাচ দিয়েছেন অজিঙ্কা রাহানেকে। স্কোরবোর্ডে রান তখন ১২। আর ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়েছেন সাদমান। পরে মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে লড়ছিলেন মুমিনুল হক।
কিন্তু ১৯ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন তারা দুই জন। মোহাম্মদ শামির বলে এলবিডব্লু হয়েছেন মিঠুন। মিডল স্টাম্পের ওপর পড়া বলটি পা সামনে নিয়ে রক্ষণাত্মক খেলতে চেয়েছিলেন মিঠুন। তার বিদায়ের পর উইকেটে এসেছেন মুশফিকুর রহিম।
এর আগে ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এটি। টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের অভিষেক ম্যাচে এই সংস্করণে বাংলাদেশের ১১তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুল হকের।
ঘরের মাঠে ভারত একরকম অপ্রতিরোধ্য। দেশের মাটিতে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ড নিয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির দল।