০৪ নভেম্বর ২০১৯, ১৩:১০

সাকিব না থাকায় যোজন পিছিয়ে বাংলাদেশ, বলেছিলেন গৌতম গম্ভীর

  © ইন্টারনেট

জুয়াড়ির দেওয়া প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। ফলে বাংলাদেশের অলরাউন্ডারকে ছাড়াই সফরের ছক কষতে হয় কোচ রাসেল ডমিঙ্গোকে। ভারত সফরে দলে নেই প্রাণভোমরা সাকিব।

সাকিব না থাকায় বাংলাদেশ পিছিয়ে থাকবে বলেছিলেন ভারতের সাবেক ওপেনার এবং বর্তমান বিজেপির সংসদ সদস্য গৌতম গম্ভীর। বিশ্বসেরা অলরাউন্ডার না থাকায় ভারতের চেয়ে বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে থাকবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) একসঙ্গে খেলেছেন দুজনে। ফলে সাকিবের সক্ষমতা সম্পর্কে ভালো করেই জানেন গম্ভীর। সে কারণেই তিনি বলেন, সফরে তার অভাব পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে টাইগারদের।

তিনি আরও বলেন, ‘সাকিব নিষিদ্ধ হওয়ার আগে ভেবেছিলাম, দক্ষিণ আফ্রিকা সিরিজের চেয়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটা বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভারতকে অনেক ঘাম ঝরাতে হবে। তবে তার নিষেধাজ্ঞা সেই সম্ভাবনা কমিয়ে দিয়েছে।’

গৌতম বলেন, ‘সাকিব না থাকায় ব্যাটিংয়ে এক উইকেট কম নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। আর বোলিংয়ে ভারতকে ৪০ রান বেশি দেবে তারা। কারণ সে খুবই বড় ক্রিকেটার। কেকেআর আমার সতীর্থ ছিল ও। নিজের দিনে কী করতে পারে, আমি জানি।’

বাংলাদেশ দলে সাকিবের ভূমিকা চিন্তা করলে তার অবস্থান ঠিকই ছিলো। তবে প্রথম ম্যাচে সে ধারণা পাল্টে দিয়েছেন সফরকারীরা। ভারতকে উড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো প্রতিবেশী দেশকে হারিয়েছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ।