ভারতে তাদের কেউ হারাতে পারলে বাংলাদেশই পারবে (ভিডিও)
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৭:২২ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:২৪ PM
ভারতের মাটিতে ভারতকে কেউ হারাতে পারলে তা অবশ্যই বাংলাদেশই পারবে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি মনে প্রাণে একটি জিনিসি বিশ্বাস করি— ওদের দেশে এসে, কেউ যদি ওদের হারাতে পারে এটি অবশ্যই বাংলাদেশ এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জিতবে।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গ্যালারিতেও থাকছেন নাজমুল হাসান পাপন। শনিবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। ভারেতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা হয়েছে।
পড়ুন: হঠাৎ দুদকে সাকিব
ভারত-বাংলাদেশ ম্যাচে কোন দল জিততে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বলেন, আজকের খেলা নিয়ে আমি শুধু একটা কথা বলতে পারি, ভারত একটা অত্যন্ত শক্তিশালী দেশে, এটা সবাই জানে। আমাদের চেয়ে শক্তিশালী এতে কোন সন্দেহ নেই। তার চেয়ে বড় কথা, ভারতে এসে ভারতকে হারানো প্রায় অসম্ভব। কারণ আমরা যদি বিগত খেলাগুলো দেখি, সেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডসহ বড় বড় দলগুলো এখানে এসে হিমশিম খেয়েছে।
এসময় দৃঢ় মনোবল নিয়ে পাপন আরও বলেন, ওরা এখানে বলতে গেলে দাঁড়াতেও পারেনি। এটা একটা সত্যি। এটা যেমন সত্যি, আমি মনে প্রাণে একটা জিনিসি বিশ্বাস করি— ওদের দেশে এসে, কেউ যদি ওদের হারাতে পারে এটি অবশ্যই বাংলাদেশ এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জিতবে।
পড়ুন: সাকিবের নিষেধাজ্ঞায় প্রেরণার বাণী শিশিরের
এদিকে ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না যে খেলা আদৌ মাঠে গড়াবে কিনা। ভয়াবহ দূষণের মাঝেই শেষ পর্যন্ত টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেট এখন বেশ ব্যাটিং বান্ধব।
এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে আলোচিত তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈমের। গত ডিপিএলে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৭তম ক্রিকেটার তিনি। অন্যদিকে ভারতের ৮২তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেক হয়ে গেল শিবরাম দুবের। ভারতের কোচ রবি শাস্ত্রী তাকে ক্যাপ পরিয়ে দেন।
পড়ুন: সাকিব নিজে থেকেই আগে নিষেধাজ্ঞা চেয়েছিলেন: আকরাম
গত কয়েকদিন ধরেই ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়েছে দিল্লি। আজ রবিবার ম্যাচের দিন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৯০০ ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই দিল্লিগামী ৩৭টি ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের ভেন্যুসহ পুরো শহরে দৃষ্টিসীমা অনেক কমে আসছে। যে কারণে ম্যাচ আয়োজন না করার দাবি জানিয়েছে খোদ ভারতীয়রাই।