০৩ নভেম্বর ২০১৯, ১০:৪৮

ভারতের বিপক্ষে হারানোর কিছু নেই: রিয়াদ

  © সংগৃহীত

দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে আজ ক্রিকেটীয় যুদ্ধে নামছে দুই বন্ধু প্রতিম দেশ বাংলাদেশ ও ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ভারতের বিপক্ষে তাদের মাটিতে প্রথম পূর্ণাঙ্গ সিরিজে টাইগার স্কোয়াডে নেই সাকিব তামিমের মত ম্যাচ উইনার। ইনজুরিতে ছিটকে গেছেন টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর সাইফুদ্দীন।

এদিকে বোর্ড ক্রিকেটার দ্বন্দের পর থেকে দলের আভ্যন্তরীন অবস্থাও খুব একটা ভালোনা। টাইগার ক্রিকেটে গত সপ্তাহে ঘটে যাওয়া এসব ঝড় এখন অবশ্য থেমে গেছে তবে তা রেখে ধ্বংসলীলা।

এমনই এক ধ্বংসস্তূপে দাড়িয়ে বাংলাদেশের ক্রিকেটকে আবার ট্রাকে ফিরাতে চান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কাজটা যে সহজ হবে না তা অবশ্য ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে অবলীলায় স্বীকার করে নিলেন তিনি।

তবুও তরুণ যোদ্ধা নাঈম, আফিফদের নিয়ে দারুণ আশাবাদী রিয়াদ। বাড়তি দায়িত্ব নিতে বললেন জুনিয়র তকমা লাগিয়ে চার পাঁচ বছর খেলে ফেলা লিটন, সোম্যদের। দীর্ঘদিন পর দলে ডাকা পাওয়া সানি, আলামিন নিজেদের অভিজ্ঞতার সবটুকু নিংড়ে দেবে বলেই বিশ্বাস সাইলেন্ট কিলারের।

তারপরেও যে সামনে থেকে দলের মূল নেতৃত্ব দিতে হবে তাকে এবং মুশিকে তা অবশ্য ভালোই জানা অধিনায়কের। এসব কিছু বিবেচনায় রেখেই ক্যাপ্টেন রিয়াদের সহজ কথা, এ সিরিজে বাংলাদেশের হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু।

রোহিত শর্মার গল্পটাও রিয়াদের মত। কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছেন তিনি। একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো তার টি-টোয়েন্টি স্কোয়াড। তবে রোহিতের জন্য আশার খবর তার স্কোয়াডের সবাইই পরীক্ষিত আইপিএলের মঞ্চে।

এরপরেও টাইগারদের পূর্ণ সমীহ করছেন তিনি। নিজেদের দিনে বাংলাদেশ যে যেকোনো দলকে হারানো সামর্থ্য রাখে তা বলার পাশাপাশি সবাইকে মনে করিয়ে দিলেন টাইগারদের কাছে এ পরাজয় কখনোই আপসেট হবে না। কারণ কয়েক বছর ধরে ভারতীয়দের প্রায় প্রতিটি ম্যাচেই পরীক্ষা নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

দিল্লীর তীব্র বায়ুদূষণকে পাশ কাটিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের খোঁজে থাকা টাইগার স্কোয়াড মাঠে কি করে এখন সেটিই দেখার বিষয়।