সাকিবের শাস্তি এত বড় কেন— আইসিসিকে দ্রাবিড়
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ০৫:৪৭ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৫:৪৮ PM
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেটে সাকিব আল হাসানকে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। তবে তিনি দায় স্বীকার করায় এর মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এ সময়ে ফের অপরাধ করলে আগের শাস্তিই বহাল থাকবে।
একে লঘু পাপে গুরুদণ্ড মনে করছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লেখেন- অবিশ্বাস্য! সাকিবের শাস্তিটা কী বেশি কঠোর হয়ে গেল না? সে কি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিল? আমার মনে হয়, তার একমাত্র অপরাধ হলো আইসিসি এবং অ্যান্টি করাপশন ইউনিটকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সম্পর্কে না জানানো। এ জন্য দুই বছর নিষেধাজ্ঞা একটু বেশিই কঠিন হয়ে গেছে। আমি আশা করি, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আইসিসি।
দ্রাবিড়ের কথা বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার কানে গেলে বাংলাদেশের জন্য মঙ্গল। অন্যথায় মহাবিপাকে পড়বে দেশের ক্রিকেট। তাকে ছাড়াই কমপক্ষে ৩৬টি ম্যাচ খেলতে হবে টাইগারদের। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।