সাকিবের শাস্তি এক বছর স্থগিত
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার খবর না জানানোর কারণে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট হয়ে বাংলাদেশ দলের এ অধিনায়কের শাস্তি এক বছর স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
এই সময়ের মধ্যে সাকিব যদি কোনো অপরাধে না জড়ায় তাহলেই বাকি এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন।
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২০ সালের ২৯ অক্টোবরে মাঠে ফিরতে পারবেন সাকিব। তার আগে জাতীয় এবং ঘরোয়া সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।
সাকিবের নিষিদ্ধের বিষয়ে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, সাকিব আল হাসান একজন অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি অনেকগুলো শিক্ষামূলক অধিবেশনে অংশ নিয়েছেন এবং কোডের আওতায় তাঁর বাধ্যবাধকতাগুলো জানেন। আইসিসির এ আইন সম্পর্কেও তার জানা উচিৎ ছিল।
তিনি বলেন, সাকিব তার ত্রুটিগুলো বুঝতে পেরেছেন। তার অনুধাবন প্রক্রিয়া ভবিষ্যতে ক্রিকেটকে সহায়তা করবে। তরুণ খেলোয়াড়দের তার ভুল থেকে শিক্ষা নিতে সহায়তা করবে।