২০ অক্টোবর ২০১৯, ১৮:৩৪
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে এ বছর এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সুবিধা বঞ্চিত ৪৭ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন শ্যামল কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক।
বক্তব্য রাখেন আশা কর্মকর্তা এ এস এম তৌহিদ, গিয়াস উদ্দিন, সাংবাদিক আতাউল করিম খোকন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই মেডিক্যাল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠা ভর্তির সুযোগ পেয়েছে। বৃত্তির এ টাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানায়।