ঢাবিতে লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়নস লীগ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়নস লীগ’ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ‘লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়’ কর্তৃক আয়োজিত সলিমুল্লাহ মুসলিম হল মাঠে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হল- সদর ইউনাইটেড, লক্ষ্মীপুর ওয়ারিয়র্স, রায়পুর রাইডার্স, লিজেন্ডস অব রামগঞ্জ, কমলনগর ফাইটার্স, রামগতি রয়েলস। ফাইনাল ম্যাচে লিজেন্ডস অব রামগঞ্জকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর ইউনাইটেড। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন লিজেন্ডস অব রামগঞ্জের তাহসান আহমেদ রাসেল।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিকভাবে সহায়তা করেছেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শাহাদাত হোসেন।
টুর্নামেন্টে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এই ধরণের আয়োজনের বিকল্প নেই।
জেমস গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে যেকোনো প্রয়োজনে জেমস গ্রুপ পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সিনিয়র সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান নূর জয়, কাদের অ্যাসোসিয়েশান এর সিএও মো. আব্দুল কাদের প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আবু হানিফ মো. পলাশ, সাধারণ সম্পাদক সুজন মোহাম্মদ বাবর।