বিপিএল হচ্ছে, অবস্থান বদলালেন অর্থমন্ত্রী
বিপিএলের সময় নিয়ে ছিল ধোঁয়াশা। এরই মধ্যে গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এবছর আর বিপিএল হবে না। একদিন পরই তিনি অবস্থান বদলালেন। বুধবার জানালেন, বিপিএল হবে, আমি ভুল জানতাম। গতকালের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার এই বছর বিপিএল না হওয়ার কারণ হিসেবে বলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দু’বার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’ কিন্তু ২৪ ঘণ্টা না পেরুতেই নিজের অবস্থান থেকে সরে এসেছেন অর্থমন্ত্রী। জানান, বিপিএল হবে, এ বিষয়ে জানার ভুল ছিল।
বিপিএল গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয় বিপিএলের সপ্তম আসরের সময়। এ বিষয়ে বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, নির্ধারিত সময়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সিদ্ধান্ত নেবার কোনো অধিকার নেই। টুর্নামেন্ট হবে কি না এই বিষয়ে সিদ্ধান্ত দেবার অধিকার আছে কেবল বিসিবি’র।
বিপিএলের ভাবমূর্তি নষ্ট করলে ক্রিকেটারদের বিপক্ষেও কঠিন পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে গভর্নিং কাউন্সিল সভাপতি।