ভারতে ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরামে অংশ নেওয়ার সুযোগ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ আগস্ট ২০১৯, ১২:২৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০১৯, ১২:২৭ PM
ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরাম ২০১৯-এর তৃতীয় সংস্করণের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে তরুণরা বিশ্বমঞ্চে তাদের ধারণা, সমাধান, উদ্ভাবন ইত্যাদির মাধ্যমে নীতি উন্নয়নে অবদান রাখতে পারে।
১৪-১৫ সেপ্টেম্বর ভারতের চেন্নাইয়ে ইন্টারন্যাশনাল ইয়ুথ ফোরাম ২০১৯-এর তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে। এবারের আলোচ্য বিষয়- ‘শান্তি, সামাজিক সমতা, এসডিজি’। ফোরামে ২০৩০ সালের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে কিভাবে সকলের জন্য বিশ্বায়নের কাজ করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে।
সুযোগ-সুবিধা: ৩০ টি দেশ থেকে আগত ৩০ জন অসামান্য প্রতিনিধি অ্যাডমিন ফি পাবেন।
সারা বিশ্ব থেকে আগত তরুণদের সাথে সাক্ষাতের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি সার্টিফিকেট প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা: বয়স ১৮ বছরের উপরে হতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানবাধিকার, এসডিজি, রাজনীতি, অর্থনীতি, প্রশাসন বা সংস্কৃতি বিষয়ে। সকলে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২৪ অগাস্ট ২০১৯।