নোয়াখালীতে নবযাত্রার ফুল ও ফলজ বৃক্ষ রোপণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৫ AM , আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ১০:৩৫ AM
নোয়াখালী জেলার সদর উপজেলার উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রার উদ্যোগে বিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কিছু ফুল ও ফলজ বৃক্ষ রোপন করে সংগঠনটি।
এই সময় উপস্থিত ছিলেন নবযাত্রার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র ভৌমিক। তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপনের আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নবযাত্রার সদস্য শাহরিয়ার রাসেল, মোঃ সাইফুল ইসলাম (ফাহিম), শিহাব উদ্দিন রিফাত, সালমা আক্তার কথা, মোঃ আবদুর রহমান শাওন, সাব্বির আহম্মেদ প্রমুখ।