১৮ জুন ২০১৯, ১২:৪৪
সাকিব-লিটনের রেকর্ডে ‘সাইফুদ্দিন কীর্তি’ কি হারিয়ে গেল?
সামাজিক যোগামাধ্যমে একজন লিখেছেন, ‘সাকিব-লিটনের মহাকীর্তি আর দলের অবিস্মরণীয় সাফল্যে হারিয়ে গেছে একটি ছোট গল্প। সাইফুদ্দিন। হ্যাঁ, সাইফুদ্দিন এখন এ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী বোলারদের মধ্যে পাঁচে উঠে এসেছে। তার উইকেট সংখ্যা ৯টি। অভিনন্দন সাইফুদ্দিন।’
সর্বশেষ ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা বোলারের তালিকার শীর্ষ পাঁচে উঠে এলেন মোহাম্মদ সাইফুদ্দিন। চার ম্যাচে ৯ উইকেট বাংলাদেশী এই মিডিয়াম পেসারের। সমান ম্যাচে সমান উইকেট জোফরা আর্চ্যারের। তবে রান দেয়ায় মিতব্যয়ীতার কারনে চারে ইংল্যান্ড পেসার। যথারীতি শীর্ষে মোহাম্মদ আমের ও মিচেল স্টার্ক। দুজনেই নিয়েছেন ১৩টি করে উইকেট। যদিও এক ম্যাচ বেশি খেলেছেন অজি পেসার।
১১ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানটি প্যাট কামিন্সের।