ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ৮ ফেব্রুয়ারি

সম্মেলনের পোস্টার
সম্মেলনের পোস্টার

১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) আয়োজিত ওই সম্মেলন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিশ্বের স্বনামধন্য ক্বারী এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত মেহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আরো অনেকে অংশ নেবেন।

ইক্বরারসংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের রেওয়াজ বাংলাদেশে চালু হয় মরহুম মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ.-এর হাত ধরে। হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. ছিলেন ইক্বরার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী। বিজ্ঞপ্তির তথ্য, এ বছর বাংলাদেশ, ইরান, তুরস্ক, ব্রুনাই, মালেয়শিয়া, মিসরের ক্বারী সাহেবগণ উপস্থিত থাকবেন।

এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি গ্রুপ এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ