১১ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

ভ্রমণ পিয়াসু

  © সংগৃহীত

ভ্রমণ পিয়াসু
মতিউর রহমান মিয়াজি  

আমি ভ্রমণ পিয়াসু এক নাবিক ,
ব্যস্ততার মাঝেও ছুটি দিগ্বিদিক। 
যেখানে সাগরের লোনাপানি,
সূর্যের আলোতে অপরূপ ঝলকানি,
সেখানেই আমি ছুটে যাই ঠিক।

আমি এক ভ্রমণ পিয়াসু পান্থ, 
ভ্রমণেই মন হয় চঞ্চল-শান্ত।
যেখানে রয়েছে গভীর অরণ্য, 
খরগোশ-হরিণের অভয়ারণ্য,
সেখানেই ছুটি; আমি ক্লান্ত।

আমি এক ভ্রমণ পিয়াসু কবি,
হৃদয়ের মণিকোঠায় আঁকি প্রকৃতির ছবি।
যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে পাহাড়,
আর সুশোভিত নহরের বাহার, 
সেখানেই ফুটে উঠে বাংলার প্রতিচ্ছবি।