রাশেদা কে চৌধুরী
মাদকমুক্ত যুবসমাজ গড়তে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১০:৫৯ AM , আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১২:৫২ PM
মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চা করার আহ্বান জানিয়েছেন গণসাক্ষারতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রতি এই আহ্বান জানান তিনি।
রাশেদা কে চৌধুরী বলেন, যে বাড়িতে নারীর মর্যাদা রয়েছে, শিক্ষা ও সুস্থ সংস্কৃতির চর্চা রয়েছে, সেই বাড়ির সন্তান কখনো মাদকাসক্ত হতে পারে না। পরীক্ষায় শুধু জিপিএ ফাইভ পেলে হবে না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও নিজেকে জড়াতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘খেয়াল রাখতে হবে আমরা যেন মুক্তিযুদ্ধের অর্জন ও অসাম্প্রদায়িক চেতনা নষ্ট না করি। আমরা এখন আমাদের সন্তানদের স্বপ্ন দেখাতে ভুলে গেছি। পরীক্ষার বৃত্তে পড়ে আছি। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।’
ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি মো. কবির ভূইয়া কেনেডির সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক পলাশ কুমার দের সঞ্চালনায় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন জুয়েল, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম বাহার, ইঞ্জিনিয়ার আবদুল জলিল ঢালী, শিশু-কিশোরভিত্তিক ঝুমঝুমি পত্রিকার সম্পাদক শায়লা রহমান তিথি, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন ও কৃতী শিক্ষার্থীদের পক্ষে আশরাফুন্নাহার মিম।
অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া ৯৬ জন, জেএসসি পরীক্ষায় ৪৫ জন, এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৩৩ জন ও এইচএসসি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী রুনাকে শ্রেষ্ঠ শিক্ষক, হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, এসএসসি পর্যায়ে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থী সাবরিনা জাহান রিংকির মা বেগম রোকেয়া ও এইচএসসি পর্যায়ে শিক্ষার্থী সামিরা ইসলামের মা হাসিনা বেগমকে শ্রেষ্ঠ মাতা, রত্নগর্ভা রাজিয়া বেগম ও মুক্তিযোদ্ধা ইউনুস আহমেদ খানকে সম্মাননা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, সনদপত্র, ব্যাগ এবং গুণীজনদের ক্রেস্ট, মানপত্র পাঠ ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়।