৭২০-এ ৭২০ পেয়ে ইতিহাস গড়লেন শোয়েব

শোয়েব আফতাব
শোয়েব আফতাব  © সংগৃহীত

ভারতের ওড়িশার শোয়েব আফতাব নিট পরীক্ষার ফল ঘোষণার পর সবাইকে চমকে দিয়েছেন। নিট পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন ১৮ বছরের শোয়েব।

শুক্রবার নিট ২০২০-র ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সর্বভারতীয় স্তরের র‍্যাঙ্কিংয়ে প্রথমস্থানে রয়েছেন শোয়েব। প্রকাশিত ফলাফলে শোয়েব ৭২০ নম্বরের পরীক্ষায় ৭২০ পেয়েছেন। চূড়ান্ত ফলাফল বের হওয়ার আগে থেকেই একশো শতাংশ নম্বর পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন বলে জানিয়েছেন তিনি।

রাজস্থানের কোটার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে শোয়েব। পরীক্ষার পর এনটিএ উত্তরপত্র প্রকাশ করেছিল। সেটা দেখেই শোয়েব অনুমান করেন, তিনিই ‘র‍্যাঙ্ক ওয়ান’। তবে একেবারে ৭২০-ই পেয়ে যাবেন তা ভাবেননি শোয়েব। শোয়েবের এই সাফল্যে খুশির হাওয়া ওড়িশায়। [সূত্র: নিউজ ১৮]


সর্বশেষ সংবাদ