কওমি মাদরাসার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু কাল

  © ফাইল ফটো

আগামীকাল রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হবে। আগামী ২৯ সেপ্টেম্বর এই পরীক্ষা শেষ হবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কওমি মাদরাসাগুলোর নিয়ন্ত্রক সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংস্থাটির চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর মৃত্যুতে পরীক্ষা হওয়া নিয়ে সংশয় থাকলেও পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করা হয়নি। চলতি বছর দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা ১০ বিষয়ের হবে। ৩ ঘণ্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেণ্ডারিয়ার আসগর আলী হাসপাতালে মারা যান আহমদ শফী। তার জানাজায় অংশ নিতে কওমি মাদ্রাসার অনেক শিক্ষক ও শিক্ষার্থী চট্টগ্রাম গিয়েছেন। তাদের দাবি ছিল পরীক্ষা একদিন পেছানোর।


সর্বশেষ সংবাদ