২৬ সেপ্টেম্বরই হচ্ছে বার কাউন্সিলে লিখিত পরীক্ষা

  © ফাইল ফটো

আগামী ২৬ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা। ওই দিন পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় বার কাউন্সিল কর্তৃপক্ষ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় পরীক্ষার তারিখ ২৬ সেপ্টেম্বরাই রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত কাউন্সিলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৭ ও ২০২০ সালে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় বসতে পারবেন। এর মধ্যে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৯০ জন শিক্ষার্থী রয়েছেন। আর ২০২০ সালে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৮৭৬৪ জন।


সর্বশেষ সংবাদ