০৫ মে ২০২০, ১৯:৩৬
করোনা: ভারতে দশম শ্রেণির সমস্ত বোর্ড পরীক্ষা বাতিল
ভারতে শুধুমাত্র উত্তর পূর্ব দিল্লি ছাড়া দেশজুড়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আর নেওয়া হবে না। আজ মঙ্গলবার (৫ মে) এই ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়।
সমস্ত জল্পনায় জল ঢেলে সারা দেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এ দিন টুইটারে এই তথ্য জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
বাতিলের তালিকা থেকে বাদ রাখা হয়েছে উত্তর পূর্ব দিল্লি এলাকার পরীক্ষার্থীদের। তবে প্রতিটি বিষয়ের পরীক্ষার আগে প্রস্তুতির জন্য ১০ দিন পর্যাপ্ত সময় ছাত্রদের দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এর আগে এ দিন সোশ্যাল মিডিয়া ওয়েবিনারে মন্ত্রী জানিয়েছেন, সিবিএসই পরীক্ষার দিনক্ষণ সম্পর্কে আগামী এক-দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে। খবর: হিন্দুস্তান টাইমস।