ইবিতে বিএড-এমএড কোর্সের ভর্তি পরীক্ষা ৬ মার্চ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইআইইআর) অধীন বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
সূচী অনুযায়ী, আগামী ৬ মার্চ (শুক্রবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, এবছর বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১০ জন শিক্ষার্থী। এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫০ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৩০টি।
এ বিষয়ে অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘মোট ৩০ নম্বরের ভর্তি পরীক্ষা ত্রিশ মিনিটে সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষাকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, অন্যান্য বারের ন্যায় এবারও ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’