১৭ নভেম্বর ২০১৯, ১৬:৪৬

অনার্সে ভর্তির ২য় রিলিজ স্লিপের আবেদন শুরু মঙ্গলবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী মঙ্গলবার (১৯ নভেম্বর) শুরু হবে। ওইদিন বিকাল ৪ টা থেকে শুরু হয়ে ২৬ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে।

ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে- সে সকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ জন গবেষকের এমফিল ডিগ্রি অর্জন করেছেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মো. মসিউর রহমান, “আরবী ও ইসলামী শিক্ষা বিস্তারে বরিশাল বিভাগের আলিয়া ও কওমী মাদ্রাসাসমূহের অবদান: একটি পর্যালোচনা” এবং মো: আমিনুল ইসলাম “ আধুনিক আরবী ভাষা শিক্ষা ও শিক্ষণের সমস্যা ও সমাধান:পরিপ্রেক্ষীত বাংলাদেশ” শিরোনামে গবেষণা অভিসন্দর্ভের জন্য এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯০তম এবং ২০৩তম সিন্ডিকেট সভায় তাদের ডিগ্রি অনুমোদন দান করেন।