২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১০

ভাষা দক্ষতা বাড়াতে অংশ নিন ল্যাংগুয়েজ লীগে

বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাংগুয়েজ কম্পিটিশন হতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। ‘ল্যাংগুয়েজ লীগ’ নামের এই প্রতিযোগিতা আয়োজন করছে নর্থ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। অংশগ্রহণকারীদের তাদের বাংলা,ইংরেজি এবং চাইনিজ ভাষার দক্ষতার উপর মূল্যায়ন করা হবে।

এই আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে নতুন ভাষা শিখতে ও ভাষার বিভিন্ন দিকে দক্ষতা বাড়াতে সহায়তা করা।।দেশের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের ভাষা দক্ষতা যাচাই করার এটাই সেরা সুযোগ।

প্রতিযোগিতার বিষয়ঃ

স্পেলিং বি

স্ক্রিপ্ট রাইটিং

কবিতা লেখা ও আবৃতি

এনারগাম(বর্ণ সাজিয়ে শব্দ বানানো)

গ্রামার

দলগত কুইজ

ওয়াল ম্যাগাজিন

প্লাস মাইনাস (কোন টপিকের পক্ষে বিপক্ষে কথা বলা)

পপ কালচার কুইজ

৩শব্দের গল্প বানানো

উপস্থিত বক্তৃতা

প্রতিযোগিতার লেভেলঃ

সেকেন্ডারি লেভেলঃ

ইংলিশ মিডিয়ামের ‘ও’ লেভেল। ইংরেজি ভার্সন বা বাংলা মিডিয়ামের নবম ও দশম শ্রেণী।

হায়ার সেকেন্ডারিঃ

ইংলিশ মিডিয়ামের ‘এ’ লেভেল’। ইংরেজি ভার্সন বা বাংলা মিডিয়ামের একাদশ ও দ্বাদশ শ্রেণী

টারশিয়ারিঃ

যেকোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট শিক্ষার্থী।

সুযোগ সুবিধাসমূহ

নিজের ভাষাগত দক্ষতা যাচাইয়ের সুযোগ

বিজয়ীদের জন্য রয়েছে পুরষ্কার

 আবেদনের যোগ্যতা

অংশগ্রহণকারীরা তিন ভাষাতেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে(ইংরেজি, বাংলা ও চাইনিজ) ।

তবে কোন একটা ভাষার সর্বোচ্চ তিনটা অংশে তারা প্রতিযোগিতা করতে পারবে (যেমন বাংলায় ৩টা অংশে)

যারা একাধিক প্রতিযোগিতায় অংশ যারা নিবে তাদেরকে সময়ের ব্যপারে সচেতন হতে হবে যাতে একই সময়ে চলা দুটো প্রতিযোগিতা  একসাথে  অংশ না নেয়।

রেজিষ্ট্রেশন ফিঃ

সিংগেল-১০০টাকা

টিম- ৩০০টাকা।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য প্রযোজ্য

 আবেদন পদ্ধতি

(http://www.languageleague.info/Default.aspx) লিংকে গিয়ে আবেদন করুন।

আবেদনের শেষ তারিখ: অক্টোবর ১৫, ২০১৯ (১৬ দিন বাকি)