কেমন হলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা? (প্রশ্নসহ)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০১৯, ১১:৩৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০১৯, ১২:২৬ PM
আজ শুক্রবার ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। এ পরীক্ষায় মোট ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী অংশগ্রহণ করবেন।
সকালের পরীক্ষায় অংশ নেয়া সামিয়া নামে এক ছাত্রী জানান এত সহজ প্রশ্ন হয়েছে, সেজন্য চিন্তিত তিনি। কারণ প্রশ্ন সহজ হলে কাট মার্কস বেড়ে যায়; টেকা কঠিন হয়।