রাজশাহীর যেসব কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা

  © টিডিসি ফটো

রাজশাহী মহানগরীর ৪৯ কেন্দ্রে ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার দুই ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৪৯টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন স্কুল-২ ও স্কুল পর্যায়ের নিয়োগ প্রার্থীরা। আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের নিয়োগ পরীক্ষা হবে ২৫ কেন্দ্রে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের সব ধরণের প্রস্তুতি নিয়েছে নগর পুলিশ। এরই অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও নেয়া হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অফিস সূত্রের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হয়েছে, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন- ১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে এই আবেশ জারি করেছেন কমিশনার হুমায়ুন কবির। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয় ওই আদেশে।

যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ পর্যায়ের পরীক্ষা:
রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজিয়েট স্কুল, বরেন্দ্র কলেজ, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, শাহ মখদুম কলেজ, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ (টিটিসি), শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, মাদার বক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়।

দেখুন: ১৬ তম শিক্ষক নিবন্ধনের ফাইনাল শর্ট সাজেশন

যে সব কেন্দ্রে শুধু স্কুল পর্যায়ের পরীক্ষা:
শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজশাহী মুসলিম হাইস্কুল, রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল, বালাজাননেসা বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াপুকুর বিদ্যানিকেতন, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি, হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা,রাজশাহী সরকারি মাদ্রাসা, রাজশাহী কোর্ট একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ।


সর্বশেষ সংবাদ