তিন দিন আগেও নেই আসন বিন্যাস, পিএসসি বলছে আজ-কাল
- এম টি রহমান
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ০১:০৩ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM
৪০তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষার আর মাত্র তিনদিন বাকি থাকলেও এখনো আসন বিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়নি। ফলে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে পোস্টও দিয়েছেন। আগামী ৩ এপ্রিল এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ ব্যাপারে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ অথবা আগামীকালের মধ্যেই আসন বিন্যাস দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হবে।’
তবে তিনদিন আগেও সিট প্লান প্রকাশ না করায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন। তাদের ভাষ্য, আসন বিন্যাস জানা থাকলে তাদের জন্য প্রস্তুতি নিতে সুবিধা হয়। এছাড়া অনেকে দুর-দুরান্ত থেকে ঢাকা কিংবা অন্য বড় শহরগুলোতে গিয়ে পরীক্ষা দেন।
রাজিমুল আলম রাজু নামে একজন ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘আজকে সোমবার। শুক্রবার ৪০তম প্রিলি। অথচ সিট প্ল্যান দেবার নাম নেই। আগের দিন রাতে দিবে নাকি?’
মানোয়ার হোসেন নামে অপর পরীক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আসন বিন্যাসটা কয়েকদিন আগে দিলেই সুবিধা হয়। চাপমুক্ত থাকা যায়। এখনো না দেওয়াটা চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।’
জানা গেছে, এর অনুষ্ঠিত অধিকাংশ প্রিলিমিনারী পরীক্ষার আসন-বিন্যাস অন্তত এক সপ্তাহ আগে প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর। এর প্রায় আটদিন আগে ২২ সেপ্টেম্বর আসন বিন্যাস প্রকাশ করে পিএসসি।
পরের বছর অর্থ্যাৎ ২০১৭ সালে ৩৮তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৯ ডিসেম্বর। ওই পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে ২৪ ডিসেম্বর।
এছাড়া ৩৯তম বিসিএস পরীক্ষা নেওয়া হয় শুধুমাত্র ডাক্তারদের জন্য। গত বছরের ৩ আগস্ট অনুষ্ঠিত ওই বিসিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয় পাঁচদিন আগে ২৯ জুলাই রবিবার।