২২ ডিসেম্বর ২০১৮, ১২:১৪

বাউবির বিএ পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬১ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১৭ সালেন ব্যাচেলর অব আর্টস (বিএ), ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বিএসএস) পরীক্ষার চূড়ান্ত ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৬১ দশমিক ৬০ শতাংশ। বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ bou.ac.bd এবং সেমিস্টারসহ পূর্ণাঙ্গ ফলাফল  exam.bou.edu.bd  ঠিকানায় পাওয়া যাবে। এ ছাড়া SMS এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে। 

প্রসঙ্গত, চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৮৮৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থী ১৯ হাজার ৭ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ৬৫৮ জন ছাত্র এবং ৮ হাজার ৩৪৯ জন ছাত্রী।

এছাড়া বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সিমেস্টার বিষয়ভিত্তিক ২ লাখ ৯৬ হাজার ২৬২ জন পরীক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।