ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মা-শিশুর ভাইরাল ছবিটি এআই জেনারেটেড
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। তাণ্ডবের অনেক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে দেখা যায় অনেককেই। এরকম একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা।
ওই ছবিটিতে দেখা যায়, অঝোরে বৃষ্টি ঝরছে। ভাঙা ঘরের টিনের চাল ভেদ করে পড়ছে পানি। নিচে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা।
তবে যাচাই করে দেখা গেছে, এই ছবির সঙ্গে ঘূর্ণিঝড় রেমাল কিংবা ভোলার চরফ্যাশনের কোনও সম্পর্ক নাই। এমনকি ছবিটিতে একটু খেয়াল করলেই কিছু অসংগতি চোখে পড়ে। যেমন-নারীর ডান হাতের আঙুল চারটি আবার ডান পায়ে আঙুল ছয়টি।
গত মার্চে একই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এর ফ্যাক্ট চেক করে নিউজমোবাইল.ইন নামে একটি সংবাদমাধ্যম।
তারা জানায়, হাইভ (HIVE) নামে একটি এইআই জেনারেটেড কনটেন্ট নির্ণায়ক টুল ব্যবহার করে তারা নিশ্চিত হয়েছে যে, ছবিটি শতভাগ আর্টিফিশিয়াল।