অভিনেতা সাগর হুদা আর নেই
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাগর হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
মাবরুর রশিদ বান্নাহ তার ফেসবুকে লিখেন, সাগর ভাই আল্লাহর কাছে চলে গেলেন! আমি বোঝাতে পারব না আমার ঠিক কেমন বুকফাটা কষ্ট হচ্ছে। উনি শুধুই একজন ভালো অভিনেতা ছিলেন না, ছিলেন একজন পরম পরোপকারী শুদ্ধ মনের ভালো মানুষ। আমার ভাই সাগর ভাই আপনি আল্লাহর কাছে থাকুন কিছুদিন, আমিও আসছি ভাই।
আরও পড়ুন: মানবিকের শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন ঢাবির বিজ্ঞানের বিষয়ে।
সাগর হুদার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন অনেক তারকা।
অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে নির্মাতা হাবিব শাকিল লিখেছেন, আমার টিভিতে প্রচারিত প্রথম নাটক ‘মাস্টার প্ল্যানার’ দিয়ে সাগর ভাইয়ের সাথে কাজের শুরু। কিছুক্ষণ আগে মেহাজাবীন এর স্ট্যাটাস দেখে কিছুক্ষণের জন্য শরীরটা অচল হয়ে গিয়েছিল। সাগর ভাই আপনাকে তো আমরা সবাই ভালোবাসি, আপনি তো সকলের প্রিয় কথাগুলো তো এখনো বলা হয়নি ভাই। আমাদের সকলের মিলনস্থল এ আপনার আগে পৌঁছানো টা মেনে নিতে পারছি না ভাই।
এছাড়া এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন আরও অনেকে।
নিয়মিত নাটকে অভিনয় করতেন সাগর হুদা। সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপার ম্যান’, ‘আক্কেল সেলামি’, ‘শুক্রবার’ ইত্যাদি।