২২ আগস্ট ২০২২, ১৪:২৯

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

মিশা সওদাগর ও চিত্রনায়িকা মৌসুমী  © সংগৃহীত

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌসুমী। প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তায় শীর্ষে উঠে আসেন তিনি। তার হাসি, অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন লাখো ভক্ত। এবার মৌসুমীর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন মিশা সওদাগরও। তিনি বলেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তা হলে মৌসুমীর প্রেমে পড়তাম।

বিষয়টি আবারো স্বীকার করলেন মিশা। রোববার (২১ আগস্ট) চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও ভ্লগে মিশা জানান, ব্যক্তি মৌসুমীকে তিনি পছন্দ করতেন, যদি প্রেমে পড়তে হতো, তাহলে এই অভিনেত্রীর প্রেমে পড়তেন’।

ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটি বলা যাবে না।’ মিশা আরও বলেন, ‘শাবনূরের অভিনয়ের প্রেমে পড়েছিলাম। ওর কণ্ঠস্বর আর চোখের ব্যবহার ছিল চমৎকার। ওর মতো শিল্পী আমাদের প্রজন্মে নাম্বার ওয়ান।’ মিশা আরও জানান, স্কুলে থাকতেই হবু স্ত্রীর প্রেমে পড়েছিলেন তিনি।

চিত্রনায়ক সাইমন সাদিককে দেওয়া সাক্ষাৎকারে মিশা বলেন, ‘প্রেম করেছি তোমার ভাবির (মিশার বর্তমান স্ত্রী) সাথেই। আমি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী তখন ও ক্লাস এইটে পড়ত। তখন থেকেই তার প্রেমে পড়ি।

এই প্রেম চলেছে দীর্ঘ সময়। আসলে আমি পড়ালেখায় ভালো ছিলাম না। কিন্তু তোমার ভাবি ভালো স্টুডেন্ট ছিল। তার চুল ছিল ভীষণ সুন্দর। সবার সাথে ভালো ব্যবহার করে সে। এক কথায় মানুষের যে কোয়ালিটি থাকে, যা আকর্ষণ করে, তোমার ভাবির সেটা রয়েছে’। মিশা আরও জানান, তিনি কোনো গুঞ্জন বা ঝামেলার মধ্যে নেই। কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

সাইমনের ওই ভিডিওতে মিশা জানান, স্ত্রী মিতা ছাড়া কারো প্রেমেই তিনি পড়েননি। অল্প বয়সে বিয়ে করায় সেই সুযোগই হয়নি। সিনেমায় এসে তারকা খ্যাতি পাওয়ার পর হয়তো নানাভাবে সুযোগ এসেছে; তবে নিজেকে এসবে জড়াননি এই অভিনেতা।

প্রসঙ্গত, মৌসুমী ভালোবেসে ১৯৯৬ সালে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদিকে, মিশা সওদাগরও দুই সন্তানের জনক।