হিরো আলমের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

হিরো আলম
হিরো আলম  © ফাইল ছবি

বহুল আলোচিত-সমালোচিত শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বগুড়ার সাংবাদিক এমদাদুল হক। সাবেক স্ত্রী ও তার সম্পর্ক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে নন্দীগ্রাম থানায় এ জিডি করা হয়।

রবিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে সাংবাদিক এমদাদুল হক অভিযোগ করেন, গত ২৭ জুলাই অনলাইন গণমাধ্যম আলোর পথে ‘‘হিরো আলমকে শেষ বার সতর্ক করলেন নুসরাত’’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওইদিন বিকেল ৫টা ৩ ও ৫টা ৬ মিনেটে হিরো আলম তার মোবাইল ফোন থেকে তাকে কল করে উল্লিখিত প্রতিবেদনের বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তিনি প্রতিবেদনটি সরিয়ে নিতে বলেন।

এমদাদুল জানান, রিপোর্ট সরানো না হলে “সমস্যা হবে” বলে হুমকি দেন হিরো আলম। এ ঘটনায় তিনি ৩০ জুলাই নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেন।

এমদাদুল আরও জানান, তিনি হিরো আলমের সাবেক স্ত্রী নুসরাত জাহানের ফেসবুক আইডি থেকে তথ্য সংগ্রহ করেন। রিপোর্ট পাঠানোর আগে হিরো আলমকে তার নম্বরে ফোন করলে তিনি সাড়া দেননি।

বক্তব্য না নিয়ে প্রতিবেদন করায় হিরো আলম এ ঘটনা ঘটান বলে অভিযোগ এই সাংবাদিকের।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সাংবাদিক এমদাদুল হকের জিডি নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে পুলিশ।

 


সর্বশেষ সংবাদ