৩১ জুলাই ২০২২, ১৯:৪৩

হলে ‘হাওয়া’র দাপটে উড়ে গেল হলিউড সিনেমা

‘হাওয়া’  © সংগৃহীত

মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা ‘হাওয়া’ মুক্তির আগে থেকে দর্শক চাহিদার শীর্ষে রয়েছে। রাজধানীর কেরানীগঞ্জে জয় সিনেমাস হলে 'হাওয়া' সিনেমার বেশি শো চলায় 'হলিউডের থর: লাভ অ্যান্ড থান্ডার' সিনেমার শো বন্ধ করেছে। জয় সিনেমাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা হাওয়া সিনেমার ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের থ্রিডি হলে। তাই 'থর: লাভ অ্যান্ড থান্ডার' সিনেমাটা আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থর সিনেমাটা বন্ধ থাকবে।

দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৭টি করে শো চলছে। এদিকে পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স লায়নেও একই অবস্থা। সেখানেও ‘হাওয়া’র দাপটে নেমে গেছে হলিউডের ছবি ‘থর’।

আরও পড়ুন: কোরিয়ান ছবি নকলের অভিযোগ, যা বললেন ‘হাওয়া’ পরিচালক

হলটিতে ‘থর’-এর প্রতিদিন তিনটি শো চলছিলো। সে শোগুলো এখন থেকে পাচ্ছে ‘হাওয়া’। সব মিলিয়ে লায়ন সিনেপ্লেক্সে ছবিটির শো দাঁড়ালো সাতটিতে।

লায়ন সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা আবদুল খালেক বলেন, ‘হাওয়া ছবির দর্শক জনসমাগম বেশি হওয়ার কারণে আমাদের থ্রিডি হলে আমরা ৩ টা স্পেশিয়াল শো বাড়িয়ে দিয়েছি । তাই আপাতত থর এর শো বন্ধ করে দিয়েছি।

মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে। অনেক মাল্টিপ্লেক্সে সিনেমাটি আগামী ৪ আগস্ট পর্যন্ত আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখায় প্রতিদিন ২৬ট  শো চলছে।

'হাওয়া' সিনেমায় অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকে।