কেন বাস কন্ডাক্টরের সাজে সাকিব?

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © ফাইল ছবি

ব্যাট হাতে লাল-সবুজ জার্সি গায়ে যাকে আমরা দেখে অভ্যস্ত, সেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরনে আস্তিন গোটানো ফুলেল শার্ট, রং চটা জিন্স, নাকের নিচে চিরল গোঁফ আর মাথাভর্তি ঝাঁকড়া চুল যেন একজন বাস কন্ডাক্টর। তাও আবার খেলার মাঠ ছেড়ে তিনি এবার বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) মাঠে।

এ তারকাকে ব্যাট আর বল হাতেই বেশি দেখা যায়। আর স্থানটা হয়ে থাকে স্টেডিয়াম। তবে দেশের এক নম্বর তারকাকে এখন পাওয়া যাচ্ছে লাইট-ক্যামেরার সামনে। কিন্তু কেন ক্রিকেটীয় বেশভূষা ঝেরে ফেলে তিনি পরলেন অদ্ভুত এক যুবকের পোশাক? 

জানা যায়, বিজ্ঞাপনের শুটিং করতেই তার এফডিসিতে আসা। অংশ নিয়েছেন এক মোবাইল ফোন অপারেটরের শুটিংয়ে। যার শুভেচ্ছাদূতও তিনি। তাদের অ্যাপেরই বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। তার মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি। তবে এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিংটির কাজ সারাদিন ধরেই চলছে। আগামীকালের জন্যও বুকিং রাখা হয়েছে ফ্লোরটি।


সর্বশেষ সংবাদ