১১ জুলাই ২০২২, ১৬:২৭

গান গেয়ে সমালোচনার মুখে ড. মাহফুজুর রহমান

ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির ড. মাহফুজুর রহমান  © সংগৃহীত

প্রতি বছরের মতো এবারের ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ‘রঙের দুনিয়া’ নামের সেই অনুষ্ঠানটি ঈদের দিন রোববার (১০ জুলাই) রাত সাড়ে ১০টা প্রচার করে। 

প্রতি বছর দশটি করে গান দিয়ে একক সংগীতানুষ্ঠান সাজালেও এবার গান রাখা হয়েছে নয়টি। গানগুলোর শিরোনাম- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তোমার জন্য জন্য আমি, দাইমা ও তুমি আমার প্রিয়া।

এই সংগীতানুষ্ঠান করে বরাবরই সমালোচতি হোন তিনি। এবছরও ব্যতিক্রম নয়। এবার বেশ কয়েকটি গান নিয়ে সমালোচনার শিকার হয়েছেন মাহফুজুর রহমান। যার মধ্যে অন্যতম ‌‘তুমি আমার প্রিয়া’ গানটি। 

ড. মাহফুজুর রহমানের কণ্ঠে গাওয়া তুমি আমার প্রিয়া গানটির কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ।

এটিএন বাংলা এন্টারটেইনমেন্ট ফেসবুকে গানটি পোস্ট করার পর এখন পর্যন্ত ২ হাজারের বেশি কমেন্ট পড়েছে।  জাকারিয়া আদিল নামে একজন লিখেছেন, ‌এসব আপনাকে মানায় না স্যার। এসব হিরো এলম কে মানায়।

তৌফিকুজ্জামান স্বরণ নামের একজন কমেন্ট বক্সে লিখেন, মাহফুজুর রহমান প্রমাণ করলেন ক্ষমতা থাকলে লাজলজ্জ্বা শরম মানসম্মান না থাকেলেও হয়। মায়া লাগছে অসহায় কর্মী ও দরিদ্র সহশিল্পীদের জন্য।

এমডি লিটন নামে আরও একজন লিখেন, আজ রাতে সারাদেশে একযোগে লোডশেডিং দেওয়া হোক। এর অত্যাচার থেকে লোডশেডিং উত্তম!

মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন তার ফেসবুকে পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, দাইমা ইন ট্রাবল। বিইইইগ ট্রাবল।

আশিকুর রহমান নামে একজন লিখেছেন, সামনের বছর পশুর পাশাপাশি কেউ গানের পশুটারেও কুরবানি দিয়েন আর সহ্য হচেছ না।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকেই ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান।