০৫ জুলাই ২০২২, ২০:৫৫

‘আরআরআর’ সিনেমা সমকামী প্রেমের গল্প!

‘আরআরআর’ সিনেমা সমকামী প্রেমের গল্প!
আরআরআর সিনেমার দৃশ্য   © সংগৃহীত

ভারতের আলোচিত ব্যবসা সফল ‘আরআরআর' সিনেমাকে 'সমকামী প্রেমের' গল্প বলেছেন অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি। সম্প্রতি তিনি এক মন্তব্য করেন হইচই ফেলে দিয়েছেন। তার মন্তব্যটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যেটা নিয়ে ঝড় বয়ে যাচ্ছে সিনেমা জগতে।

আরও বলেছেন আলিয়া ভাট ‘শুধু একটি প্রপ’ ছিলেন এ সিনেমায়।

সিনেমাটি ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা দুই বন্ধুকে কেন্দ্র করে। সিনেমাটি বিশ্বব্যাপী সাফল্য পেয়েছে। বক্স অফিসে আয় করেছে ১২০০ কোটি রুপি!

সেই ছবি নিয়ে অস্কার বিজয়ীর মন্তব্যে তোলপাড় চলছে। তিনি ‘আরআরআর’প্রেমীদের রোষানলে পড়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশের ছেলেমেয়েরা কেন সারাজীবন রবীন্দ্র-নজরুল সঙ্গীত গায়?

অস্কার-জয়ী শিল্পীর এই ধরণের মন্তব্যে রীতিমত ক্ষেপে ওঠেন নেটিজেনরা ৷ এক নেটিজেন টুইটে লেখেন, রেসুল আপনি ‘আরআরআর’-কে হেয় করার জন্য আজ নিজের সম্মান হারাচ্ছেন । এরপরেই রেসুল জানান, পশ্চিমে এই ছবিকে যেভাবে দেখা হচ্ছে তিনি শুধু সেইভাবেই বিষয়টি তুলে ধরেছেন ৷ জবাবি টুইটে তিনি লেখেন, পশ্চিমে তারা এটাকে এভাবেই দেখছে । আমি শুধু তাঁদের কথা তুলে ধরেছি ৷

রেসুল পুকুট্টি ‘ব্ল্যাক’, ‘সাওয়ারিয়া’, ‘এনথিরান’, ‘রা’সহ বেশ কয়েকটি ভারতীয় সিনেমায় অবদান রেখেছেন। তার মধ্যে একটি ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘রাধে শ্যাম’ উল্লেখযোগ্য।

‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় কাজ করে তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ সাউন্ড মিক্সিংয়ের জন্য একাডেমি পুরস্কার জিতেছিলেন।